সৌদি আরবের রিয়াদের রেজাউল হক নামের এক রেমিট্যান্স যোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৯.১০.২২ দুপুরে রেজাউলের মৃত্যুর খবরটি পায় তার পরিবার। একই সঙ্গে সে দেশে তার সঙ্গে কর্মরত একজন রেজাউলের ঝুলন্ত মরদেহের একটি ভিডিও পাঠায়। তবে নিহতের একটি ভিডিও দেখে তার পরিবারের লোকজন বলছেন এটি আত্মহত্যা না, এটি পরিকল্পিত হত্যা।
নিহতের ভাই ওবায়দুল হক জানান, রেজাউলের কর্মস্থলের লোকজন রেজাউলের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করছে। কিন্তু সে আত্মহত্যা করবে এমন কোনো কারণ ছিল না। তার দাবি, ভিডিও তে ঝুলন্ত নিথর দেহের দেখে বুঝা যাচ্ছে সে আত্মহত্যা করেনি। প্রতিহিংসাবশত কেউ তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।
রেজাউল হক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাউমাঝির বাড়ির সৈয়দ আহমদের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, রেজাউল দীর্ঘ ২০ বছর যাবত প্রবাসে রয়েছেন। চার বছর আগে ছুটিতে দেশে এসে আবার চলে যান। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহতের স্ত্রী ও দুই মেয়েসহ পুরো পরিবার। রেজাউলের মৃতদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post