করোনার পর ফের এক মারাত্মক এক রোগ ছড়িয়ে পড়ছে ওমানে। দেশটিতে মানুষের শরীরে ব্যাপকভাবে ছড়িয়ে পরছে ব্রুসেলোসিস নামে এক ধরণের ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এটি এমন একটি ছোঁয়াচে জুনোটিক রোগ, যা পশু থেকে মানুষে এবং মানুষ থেকে পশুতে ছড়ায়। গবাদিপশুর ভ্রূণ নষ্ট, অকালে গর্ভপাত, বন্ধ্যত্ব এবং মানুষ ও পশু-পাখির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই রোগ। এই রোগটি বিশ্বব্যাপী সংক্রামক রোগ হিসেবে বেশ পরিচিত। এই রোগের ফলে বিশ্বের অন্যান্য দেশে পুরুষদের গোপনাঙ্গে সমস্যা তৈরি হচ্ছে। এমনকী, অনেক পুরুষ বন্ধ্যাও হয়ে যাচ্ছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের আধিকারিকরা জানিয়েছেন, ব্রুসেলা ব্যাকটেরিয়ার ফলে যে রোগ ছড়ায়, তা ‘মাল্টা ফিভার’ বা ‘মেডিটারানিয়ান ফিভার’ নামেও পরিচিত। এই রোগের ফলে মাথা যন্ত্রণা, পেশীতে যন্ত্রণা, জ্বর ও ক্লান্তি হয়। বাত বা নির্দিষ্ট কিছু অঙ্গ ফুলে যাওয়ার মতো এই রোগের কিছু উপসর্গ সারাজীবন থেকে যেতে পারে। তবে আশার কথা হল, একজন মানুষের শরীর থেকে সরাসরি অন্য একজনের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। বিষাক্ত খাবার খেলে বা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করলে তবেই এই রোগ হতে পারে।
এই রোগ থেকে বাঁচতে চিকিৎসকরা বেশকিছু পরামর্শ দিয়েছেন। এরমধ্যে রয়েছে, মাংস ভালো করে রান্না করে খাওয়া। পাস্তুরিত দুধ পান করার আগে ভালোভাবে ফুটিয়ে নেওয়া। ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার না করা।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post