ওমানের মাস্কাটের আল আমরাত নামক শহরে একটি বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছে। ২৫ সেপ্টেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ্যাম্বুলেন্স এর গাড়ি। ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় তারা। এসময় পরিবারের সবাইকে জীবিত উদ্ধার করে আহতদের হাসপাতালে নেয়া হয়। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিছুই জানায়নি ফায়ার সার্ভিস।
এদিকে, মেয়াদোত্তীর্ণ পেইন্ট বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। ২৫ সেপ্টেম্বর দেশটির খাসাব অঞ্চলে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের লোভনীয় ছাড় দিয়ে মেয়াদোত্তীর্ণ পেইন্ট বিক্রি করছিলো প্রতিষ্ঠানগুলো। এমন অভিযোগে অভিযান পরিচালনা করে কনজিউমার প্রোটেকশন অথরিটি। এসময় অভিযোগের সত্যতা মিললে ভোক্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে এমন অভিযোগে রাজধানী মাস্কাটের বৌশারের একটি শ্রমিকদের ম্যাচে অভিযান চালায় রয়্যাল ওমান পুলিশ। আজ এক বিবৃতিতে মাস্কাট পৌরসভা জানায়, দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ভাবে খাবার প্রস্তুত করে আসছে কয়েকজন আরবি নাগরিক। তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে প্রবাসী শ্রমিকদের মাঝে বিক্রি করতো। তবে এ অভিযোগে কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
আরো দেখুনঃ
আপনার মন্তব্য: