ওমানে মহামারী করোনায় মঙ্গলবার এগারো হাজার ছাড়িয়েছে প্রবাসী আক্রান্তের সংখ্যা। দেশটিতে মোট আক্রান্ত ১৮,১৯৮ জনের মধ্যে ১১,১০৭ জনই প্রবাসী এবং ৭,০৯১ জন ওমানি নাগরিক। তবে তারা কোন কোন দেশের প্রবাসী এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি ওমান সরকার। মঙ্গলবার ওমানের করোনা পরিস্থিতি সম্পর্কে প্রতিদিনের আপডেট সরবরাহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘তারাসুদ অ্যাপ’ এর প্রকাশিত তথ্য অনুসারে ওমানে মোট আক্রান্তের ৬১ শতাংশই প্রবাসী এবং ৩৯ শতাংশ ওমানি নাগরিক।
আরও পড়ুনঃ যেসকল ওমান প্রবাসী দেশে এসে আটকা পরেছেন, তারা জেনে নিন কিভাবে পুনরায় ওমানে যাবেন
তারাসুদ অ্যাপের তথ্য অনুযায়ী ওমানে মোট সুস্থ হয়েছেন ৪,১৫২ জন, যাদের মধ্যে ২,৫০২ জন প্রবাসী এবং ১,৬৫০ জন ওমানি নাগরিক। সেইসাথে দেশটিতে মোট মৃত্যুর ৫৩ জনই প্রবাসী এবং ৩০ জন ওমানি নাগরিক। দেশটিতে আক্রান্ত এবং মৃত্যু দুইটাই প্রবাসীদের সংখ্যা বেশি, যেকারনে প্রবাসীদের মাঝে আতংক কাজ করছে। তবে আশার খবর হচ্ছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী গত ২দিনে প্রবাসী আক্রান্তের সংখ্যা কমছে।
আরও দেখুনঃ মধ্যপ্রাচ্য থেকে ২৮ হাজার প্রবাসী ফিরবেন শিগগিরই
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post