চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং থেকে ৪টি স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে। ২৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এনএসআই ও এপিবিএন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ভেতর থেকে স্বর্ণের বারগুলো নিয়ে পার্কিংয়ে আসার পর ওই ট্রলিম্যানকে চ্যালেঞ্জ করা হয়। তখন তার কাছে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণের দাম ৩২ লাখ টাকা। আটক ট্রলিম্যানের নাম মোহাম্মদ ইসমাইল। তার গ্রামের বাড়ি হাটহাজারীর মিরের হাট।
আরো পড়ুন:
ওমানে ক্রেন দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু
সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মজুরির দাবিতে বিক্ষোভ করায় শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে কাতার
মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের ১০ বছরের কারাদণ্ড দিল সৌদি!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post