ওমানে ব্যাপক ধূলিঝড়। ১৪ আগস্ট ধুলোঝড়ের পূর্বাভাসে দিয়ে সতর্কতা জারি করে দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। আজ এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আল দাখেলিয়া, দক্ষিণ ও উত্তর শারকিয়া, মাস্কাট, দাহিরা এবং ধোফার প্রদেশে ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে। এইসব অঞ্চলে চলাচল করতে সকল গাড়ি চালকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সালালাহ তামরিদ রুট দিয়ে ধোফার প্রদেশে ভ্রমণ না করতে বলা হয়েছে। ওমান আবহাওয়া অফিস আরো জানিয়েছে, ভারতীয় ও পাকিস্তান উপকূলের কাছে বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে, তার প্রভাবে দক্ষিণ আশ শারকিয়া ও আল ওস্তা প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি সহ বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবী ও সমুদ্রগামীদের সতর্কতা অবলম্বন করতে এবং নিজেদের নিরাপত্তার জন্য সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মৎস্যজীবীদের অবশ্যই তাদের নৌকাগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে এবং সরকারী উৎস থেকে আবহাওয়ার আপডেট নিতে বলা হয়েছে। ইতিমধ্যেই এই ধুলোঝরে শনিবার এক দুর্ঘটনায় বেশ হতাহতের খবর পাওয়া গেছে ওমানে। তাই গাড়ি চালকদের পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে বলা হয়েছে। সেইসাথে ধুলো থেকে বাঁচতে গাড়ির জানালা ভালোভাবে বন্ধ করতে বলা হয়েছে এবং হেডলাইট চালু রাখতে বলছে রয়্যাল ওমান পুলিশ।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বাড়ছে ম্যালেরিয়া, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
পাহাড় থেকে ৬ জনকে উদ্ধার করেছে ওমান পুলিশ
সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত
ভাইরাল পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ
কাতারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post