ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীকে চর মারার ঘটনা ঘটেছে। ৫ আগস্ট দিবাগত রাতে এই ঘটনা ঘটে। জানাগেছে, শুক্রবার রাতে মালিন্দো এয়ারের একটি ফ্লাইটে মালোয়েশিয়া থেকে ঢাকায় আসেন ইমতিয়াজ মাহমুদ নামে এক প্রবাসী। কাস্টম জোনে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করে এআরও সোহেল রানা। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সোহেল রানা প্রবাসী ইমতিয়াজের গালে চড় দেন। শুরুতে এই ঘটনা এড়ানোর চেষ্টা করলেও গণমাধ্যমে এ খবর প্রকাশ হলে চাপে পড়ে ঢাকা কাস্টম হাউস।
এঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস। ৭ আগস্ট সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির বলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে যাত্রীকে চড় মারার ঘটনা শুরুতে অস্বীকার করে আসছেন ঢাকা কাস্টম হাউসের উক্ত কর্মকর্তারা।
প্রবাসীর সঙ্গে বাকবিতণ্ডা হলেও চড় মারার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। এদিকে, নিজের দেশের বিমানবন্দরে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রবাসীরা। তারা বলছেন, দেশের কান্তিকালে যখন প্রবাসীদের রেমিট্যান্সের উপর ভড় দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। তাদের সাথে এমন ব্যবহার সত্যি দেশ ও জাতীর জন্য লজ্জাকর। প্রবাসীদের সাথে এমন আচরণের নেতিবাচক প্রভাব রেমিট্যান্সের উপর পড়তে পারে এমন আশঙ্কা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন:
অবৈধপথে ইতালি যাত্রায় প্রাণ গেলো তাপসের!
দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র পেতে চান আমিরাত প্রবাসীরা
ফেসবুকের ব্যবহার না বুঝায় জরিমানার মুখে অনেক ওমান প্রবাসী
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ওমান
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post