মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতারণামূলক প্রচার চালাচ্ছে। সরকারি অনুমোদন ছাড়াই লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এসব বিজ্ঞাপন ও প্রতিষ্ঠানের প্রলোভন ও প্রতারণার ফাঁদে পা না দিতে পরামর্শ দিয়েছে জনশক্তি বিশেষজ্ঞরা।
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সতর্ক করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মী যাওয়ার প্রক্রিয়া, খরচ ও আনুষঙ্গিক বিষয় খরচ নির্ধারণর করা দিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, মালয়েশিয়ায় একজন কর্মী যাওয়ার ক্ষেত্রে খরচ ধরা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা।
সরকার এখন পর্যন্ত ১৪টি এজেন্সিকে কর্মী পাঠানোর অনুমতি দিয়েছে। এর মধ্যে ১৩টি এজেন্সির মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ২ হাজার ২০০ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যারা বিএমইটির নিবন্ধিত। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও মেডিকেল ফি নির্ধারণ করা হয়নি। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে লেনদেন। ভাগ্যের চাকা ঘোরানোর আশায় মালয়েশিয়া যেতে ইচ্ছুকরা লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এজেন্সিগুলোর হাতে টাকা তুলে দিচ্ছেন।
এ ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণার আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রিক্রুটিং এজেন্সির সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ জানিয়েছেন জনশক্তি বিশেষজ্ঞরা।
আরো পড়ুন:
প্রবাসীদের কাছ থেকে বেশি দামে ডলার কিনছে ব্যাংক
কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করল মালয়েশিয়া!
সিলেটে উদ্ধার করা প্রবাসী পরিবারে আরেক জনের মৃত্যু
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ওমান
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post