সিলেটের ওসমানীনগরের একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর সামিরা নামের আরেক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাত দেড়টার সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সামিরা ঘটনার দিন মারা যাওয়া রফিকুল ইসলামের কন্যা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে প্রায় ১১ দিন আইসিসিইউতে চিকিৎসাধীন ছিলেন সামিরা। এ পর্যন্ত এই ঘটনায় সামিরা ও তার বাবা-ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে জেনারেটরের ধোঁয়ায় তাদের শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়ে এ ঘটনা ঘটে। আমরা আলামত ফরেনসিক ল্যাবে পাঠিয়েছি। রিপোর্ট আসলে ঘটনার মূল কারণ জানা যাবে।
একই দিন আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম ও আরেক ছেলে সাদিকুল ইসলামকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post