স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত সিলেটের দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন ওমান ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রবাসের আলো। বন্যার পানি আর পাহাড়ি ঢলে প্লাবিত সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ইউনিয়নে নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে সংগঠনটি।
প্রবাসের আলো’র প্রধান সমন্বয়ক ওমান প্রবাসী মেহেদি মিলন বলেন, আমরা গরীব অসহায় মানুষদের সহায়তা ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও মানুষের পাশে রয়েছি। বাংলাদেশসহ প্রবাসী বন্ধুদের সহায়তায় ইউরোপ, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে আমাদের ইউনিট রয়েছে। আমরা সিলেটের এই বন্যাকবলিত দুর্যোগে এক’শ টাকার প্রজেক্ট নিয়ে কাজ করেছি। এখানে প্রবাসীরাসহ দেশের খেঁটে খাওয়া মানুষ, গৃহিণী এবং ছাত্র ছাত্রীরাও তাদের সাধ্যমত অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। ফলে আমরা বানভাসিদের জন্য নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা দিতে পেরেছি।
মেহেদী মিলন বলেন, ২০১৭ সালে প্রবাসের আলো সংগঠনটি যাত্রা শুরু করে আর্তমানবতার সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। সংগঠনটি শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৫’শ পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিবছর ঈদে এবং শীতকালীন সময়ে সুবিধাবঞ্চিত অসহায়দের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
ইতিপূর্বে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী তাসফিয়ার ব্রেন টিউমার চিকিৎসার জন্য ২ লাখ ৬৫ হাজার টাকা, একই উপজেলার কান্দালের এক অসহায়কে ৬৫ হাজার টাকা, হাসানপুরের এক গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ, কাশিপুরের দু’জন পুঙ্গকে নগদ অর্থ সহায়তা, জোড্ডার এক অসহায় নিঃসন্তান পঙ্গু নারীকে নগদ অর্থ সহায়তা, বাইয়ারার এক হতদরিদ্র মেয়ের বিয়েতে এবং ক্যান্সার চিকিৎসায় এক অসহায় নারীকে নগদ অর্থ সহায়তা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রবাসের আলো।
এছাড়াও নাঙ্গলকোটের ঘোড়াময়দান গ্রামের একই পরিবারের ৭ জন মর্মান্তিক একটি দুর্ঘটনায় নিহত হলেও একমাত্র শিশু সন্তান রিফাত মুমুর্ষ অবস্থা থেকে বেঁচে যায়। ওই শিশু রিফাতের চিকিৎসায় নগদ ৮১ হাজার টাকা প্রদান করা হয়। ময়ূরা স্কুলের মেধাবী ছাত্র জাবেদের চিকিৎসার জন্য ১ লাখ ৮৩ হাজার ৩’শ টাকা, শংকর পুরের আব্দুর রহিমের চিকিৎসার জন্য ১ লাখ ২০ হাজার ৫’শ টাকা, সোন্দাইলের ক্যান্সার আক্রান্ত ইসমাইলের চিকিৎসার জন্য ১ লাখ ৮০ হাজার টাকা অর্থ সহায়তা, এছাড়াও বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ১ লাখ ১০ হাজার টাকার কিতাব, খুৎবা ও কোরআন শরীফ বিতরণ করেন প্রবাসের আলো। এভাবে সুবিধাবঞ্চিতদের সহযোগিতাসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে প্রবাসের আলো। মানবিক এ সংগঠনের এমন ব্যতিক্রম কর্মকান্ডে প্রশংসা করেন নাঙ্গলকোটসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরো পড়ুন:
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নে জটিলতা
উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত
সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
