বাংলাদেশের মতো ওমানের পেট্রোল পাম্পেও তেল চুরির মতো ঘটনা ঘটে। ওমানের পেট্রোল পাম্পে ২০ হাজার টাকা বেতনে সাধারণ চাকরি অনেক প্রবাসী দেশে বাড়ি গাড়ি করেছেন এমন তথ্যও আসছে প্রবাস টাইমের কাছে। যা নিয়ে ইতিপূর্বে বেশকিছু প্রতিবেদনও প্রকাশ করেছে প্রবাস টাইম।
চোরের দশদিন এবং গেরস্তের একদিন বাংলায় এমন প্রবাস থাকলেও তা বাস্তব দেখা মিললো ওমানে। দেশটিতে তেল চুরির অপরাধে আল বাতিনাহ প্রদেশের তিনটি জ্বালানী ফিলিং স্টেশনকে জরিমানা ও শাস্তি প্রদান করেছে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ)। তেল চুরি রোধে ওমানের যেসব প্রবাসীদের গাড়ি রয়েছে, তাদেরকে গাড়ির জ্বালানী নেওয়ার সময় ভালমতো মিটার চেক করে এরপর তেল নিতে বলা হয়েছে।
আরো পড়ুন:
৩০ যাত্রী নিয়ে উল্টে গেল বিমান
বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ থেকে মালামাল গায়েব
বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
প্রবাসে ভিন্নধর্মী উদ্যোগ, পর্তুগালে শিশুদের জন্য মক্তব উদ্বোধন
লাইট অফ হচ্ছিল বারবার, বিমানের ভেতরে সবার আধমরা অবস্থা!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Discussion about this post