ওমানে মহামারী করোনায় মোট মৃত্যু ৬৭ জনের ৫৪ জনই মাস্কাটের। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে গোটা ওমানে মোট আক্রান্ত ১৩,৫৩৮ জনের মধ্যে মাস্কাটেই আক্রান্ত ১০ হাজার ২৬৩ জন। গতকাল করোনা ভাইরাসে দেশটিতে নয় জন নাগরিক মারা গিয়েছিলেন। যাদের মধ্যে আটজন ছিলেন মাস্কাটের ও এক জন ছিলেন দক্ষিণ আল শারকিয়ার। মাস্কাটে মারা যাওয়া আট জনের মধ্যে চার জন ছিলেন সিব অঞ্চলের ও তিনজন ছিলেন মাতরাহ অঞ্চলের এবং বাকি একজন ছিলেন বৌশার অঞ্চলের।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পরিসংখ্যান অনুসারে মাস্কাটের চিত্র নিম্নে দেওয়া হইলো:
মাতরাহ
আক্রান্ত- ৪,৩৩৭ জন,
মৃত্যু- ২৬ জন,
সুস্থ- ৯৩৬ জন।
বৌশার
আক্রান্ত- ২,৩৮৩ জন,
মৃত্যু- ৪ জন,
সুস্থ-২৫১ জন।
আল-আমরাত,
আক্রান্ত- ৪১৭ জন,
মৃত্যু-১ জন,
সুস্থ- ১৮ জন।
কোরিয়াত,
আক্রান্ত- ৫৯ জন,
মৃত্যু- নাই
সুস্থ- ৭ জন।
আরও পড়ুনঃ ওমানে জনশক্তি মন্ত্রণালয়ের নতুন আইন
আল-সিব
আক্রান্ত- ২,৯৩৯ জন
মৃত্যু-২২ জন,
সুস্থ-২৬৪ জন।
মাস্কাট
আক্রান্ত-১২৮ জন,
মৃত্যু-১ জন,
সুস্থ- ১০ জন।
https://www.youtube.com/watch?v=j8h_tu4CmCY
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post