ওমানের রাজধানী মাস্কাট ও তার আশেপাশের বেশকয়েকটি এলাকায় বজ্রঝড়সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৫-এপ্রিল) এক আবহাওয়া সতর্ক বার্তায় অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, সকাল থেকে আল হাজর পবর্তমালার আশেপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকলেও বিকেল থেকে বিচ্ছিন্ন বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবণা রয়েছে।
দেশটির দক্ষিণ আল বাতিনা, আল দাখিলিয়াহ ও মাস্কাটের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাই কোনো ব্যক্তি বাড়ীর বাহিরে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়া বার্তা দেখে বের হবার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও ওমান সাগরের উপকূলীয় অঞ্চলগুলোতেও আজ মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post