ওমানে বর্তমানে ভারী বৃষ্টিপাত হচ্ছে দেশটির বিভিন্ন অঞ্চলে। বিশেষকরে দেশটির ধোফার অঞ্চল সালালাতে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় জনসাধরনের নিরাপত্তায় বেশ কঠোর অবস্থানে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। শুক্রবার দেশটির জাতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষের সতর্কতা সত্ত্বেও ওয়াদিসহ নিম্নাঞ্চল দিয়ে যদি কেউ ইচ্ছাকৃত গাড়ি নিয়ে পারাপার হয়, তাহলে তিন মাসের কারাদন্ড এবং ৫০০ ওমানি রিয়াল জরিমানা করা হবে। এতে আরও বলা হয়েছে, “ইচ্ছাকৃতভাবে ওয়াদিগুলি পারাপার যা আপনার জীবন এবং যাত্রীদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। এটি তিন মাসের কারাদণ্ড এবং আরও ৫০০রিয়াল জরিমানা দ্বারা দণ্ডনীয় অপরাধ।
আরও পড়ুনঃ ওমানে রয়্যাল কোর্টের নতুন আইন জারি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post