বিশ্বব্যাপী ফের করোনা বাড়লেও অনেকটাই নিয়ন্ত্রণে ওমানে করোনা পরিস্থিতি। দেশটিতে করোনা ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একইসাথে যাদের বুস্টার ডোজ গ্রহণ করার সময় এসেছে তাদের অবশ্যই বুস্টার ডোজ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
এক বিবৃতিতে ওমানের স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ মোহাম্মদ আল সাইদি বলেন, “করোনা নিয়ন্ত্রণে আনতে এবার শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। খুব শীঘ্রই শিশুদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহামারী সংক্রান্ত নজরদারি বিভাগের পরিচালক ডাঃ আদিল সাইদ আল ওয়াহাইবি বলেছেন, “৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। যারা বলছেন দেশে শতভাগ নাগরিক ভ্যাকসিনের আওতায় এসেছে তারা ভুল বলছেন।
কারণ দেশটিতে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের প্রায় ৯০ শতাংশ এখনো ভ্যাকসিনের আওতার বাহিরে রয়েছে। তাই দ্রুত এই শ্রেণীর নাগরিকদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জরুরী। যা স্বাস্থ্যমন্ত্রণালয় খুবদ্রুতই শুরু করতে যাচ্ছে।
মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার নাগরিক বুস্টার ডোজ গ্রহণ করেছেন যাদের মধ্যে ১০ শতাংশ ওমানি নাগরিক।
আরো পড়ুনঃ
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
কেউ কর্মীদের স্বার্থের কথা বললেন না, মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর ক্ষোভ
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post