গালফের ছয় দেশের মধ্যে ওমানে করোনা রিকভারির হার সবচেয়ে বেশি। গালফ নিয়ন্ত্রিত দেশগুলিতে এ পর্যন্ত ১০০ মিলিয়নেরও বেশি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং ওমানে করোনা থেকে সুস্থ হয়ে উঠার হারে প্রথম স্থান দখল করে আছে।
ওমানে করোনা আক্রান্ত হয়ে সুস্থতার হার ৯৩.৪ শতাংশে পৌঁছেছে। জরিপে গালফের সবগুলো দেশের মধ্যে সামগ্রিক রিকভারি হার বলা হয়েছে ৯১.৭ শতাংশ। এবং গালফের এই ছয়টি দেশে এখন পর্যন্ত সর্বমোট ১০২ মিলিয়ন ডোজ টাকা দেয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে গালফের এই অঞ্চলে বর্তমানে করোনা আক্রান্তের হার গড়ে ২৪.২%। এবং কুয়েতে বর্তমানে সর্বোচ্চ আক্রান্ত হচ্ছে। দেশটিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৬৫১৫ জনে পৌঁছেছে। তারপর করোনা আক্রান্তের তালিকায় যথাক্রমে বাহরাইন, সৌদি আরব, আবর আমিরাত, ওমান এবং কাতার।
গালফের দেশগুলোতে মৃত্যুর সংখ্যা সম্পর্কে বলা হয়েছে – ২৭ জানুয়ারী, ২০২১ তারিখে উপসাগরীয় দেশগুলিতে কোভিড -১৯ এ আক্রান্তদের মধ্যে ১২ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে, তাদের মধ্যে চারজন সংযুক্ত আরব আমিরাতে, দুজন করে বাহরাইনে, সৌদি আরব, কাতারে এবং ওমান ও কুয়েতে একজন করে মারা গেছে।
সূত্র : টাইমস অব ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post