চলমান করোনা মহামারিতে ওমান সহ গোটা বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৭১৮ জন। গতকালের তুলনায় আজ শনাক্ত বেড়েছে ১০৯ জন। দেশটিতে আজকের শনাক্ত গত ৬ মাসের সর্বোচ্চ রেকর্ড। বুধবার (১২-জানুয়ারি) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে নতুন সুস্থ রোগীর সংখ্যা ১১৩ জন।
বর্তমানে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৫৮৮ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ১ হাজার ২৮৭ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৯ জন। আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৮ জন এবং বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯ জন। যাদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ৬ জন। গতকালের তুলনায় আজ নতুন শনাক্ত এবং আইসিইউতে ভর্তি সবই ঊর্ধ্বমুখী রয়েছে।
এদিকে, চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ৩৬ হাজার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post