ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মিজানুর রহমান ও জাপানের রাষ্ট্রদূত তোশিনোরি কোবায়াশিকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন ওমানের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী সাইয়্যেদ আসাদ বিন তারিক আল সাইদ। দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিকের পক্ষথেকে তিনি তাদের বিদায় সংবর্ধনা জানান।
দুই রাষ্ট্রদূতকে ওমানে সফলভাবে দায়িত্ব পালন করায় ওমান সরকার ও ওমানি জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান সাইয়্যেদ আসাদ বিন তারিক আল সাইদ। এসময় দেশটির সুলতানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন রাষ্ট্রদূত মিজানুর রহমান। তিনি সুলতানের বিজ্ঞ নেতৃত্বে ওমান আরো উন্নত করতে পারে সেই কামনা করেন বিদায়ী দুই রাষ্ট্রদূত।
উপ-প্রধানমন্ত্রী ওমানের সাথে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তাদের স্থায়ী সাফল্য এবং বাংলাদেশ ও জাপানের জনগণের আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী সাইয়্যেদ আসাদ বিন তারিক আল সাইদের মহাসচিব এবং দুই উপদেষ্টা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post