করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় দেশগুলোতে দেখা দিয়েছে। এছাড়া বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণও। ফলে রোববার (২৬ ডিসেম্বর) সেখানকার বেশির ভাগ শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে।
কয়েক মাসের মধ্যে এটা সর্বনিম্ন অথবা দরপতনের ঘটনা। সৌদি আরবের বেঞ্চমার্ক ইনডেক্সের পতন হয়েছে শতকরা ০.২ ভাগ। আল রাজহি ব্যাংকের শেয়ারের মূল্য পতন হয়েছে শতকরা ০.৩ ভাগ। সৌদি ন্যাশনাল ব্যাংকের শেয়ারের পতন হয়েছে শতকরা ০.৬ ভাগ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই অঞ্চলের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ নাগরিক এবং রেসিডেন্টদের গত সপ্তাহেই অত্যাবশ্যক নয় এমন বিদেশ সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ১লা ডিসেম্বর প্রথম ওমিক্রন করোনাভাইরাসের ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার রিপোর্ট করেছে সৌদি আরব।
এরপর আরও সংক্রমণের খবর পাওয়া গেছে। রোববার আরো যেসব প্রতিষ্ঠানের দরপতন হয়েছে তার মধ্যে আছে জাবাল ওমর ডেভেলপমেন্ট কোম্পানি। তাদের শেয়ারের দরপতন হয়েছে শতকরা ২.৪ ভাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post