চলমান করোনা মহামারিতে ওমান সহ গোটা বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৪২ জন। গতকালের তুলনায় আজ শনাক্ত বেড়েছে ২০ জন। বুধবার (২২ ডিসেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত দেড় মাস যাবত করোনায় মৃত নেমেছে শূন্যের কোঠায়।
এ ছাড়াও গত দুইমাস যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৯৩৮ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ২২৭ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৩ জন। আজ হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ০ জন। বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে করোনায় চিকিৎসাধীন আছেন ৮ জন রোগী এবং আইসিইউতে আছেন ২ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ১১ জন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বর্তমানে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের ১০৬ দেশে শনাক্ত হয়েছে। সেইসাথে সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছে এবং এটি বিশ্বজুড়ে এক ধরনের ঝুঁকি তৈরি করছে।
উদ্বেগজনক এই ভ্যারিয়েন্টের বিস্তারের ব্যাপারে ডব্লিউএইচও বলছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের নমুনার জিনগত বিন্যাসে ৯৬ শতাংশে ডেল্টা মিলছে। তবে এই হার আগের সপ্তাহের ৯৯ দশমিক ২ শতাংশের তুলনায় কিছুটা কম। আর একই সময়ে ওমিক্রনের উপস্থিতি আগের সপ্তাহের ০ দশমিক ৪ শতাংশের তুলনায় বৃদ্ধি পেয়ে ১ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post