শিশুদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে এখন থেকে স্লাইম গেইমের মতো সকল ধরণের গেইমের প্রচারণা এবং বিক্রয় বন্ধ ঘোষণা করেছে ওমানের ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার (২৩-নভেম্বর) গেইম বন্ধ সংক্রান্ত এই প্রজ্ঞাপনটি জারি করে অধিদপ্তর।
নতুন এই সিদ্ধান্তে দেশের সকল বাজারে স্লাইম গেইমের মতো সকল ধরণের গেইম প্রচার ও বিক্রয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো ব্যক্তি যদি এই ধরণের গেইম ক্রয় বা বিক্রয় করে তাহলে তাকে ৫০ থেকে ১০০ ওমানি রিয়াল জরিমানা করা হবে। নতুন এই সিদ্ধান্তটি ইস্যুর তারিখ থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post