বাংলাদেশে সৎ উপার্জনকারী মানুষ কারা? প্রশ্নটি উঠলে প্রথমেই আসে প্রবাসীদের নাম। কারণ এই প্রবাসীদের প্রতিটি পয়সা কঠোর শ্রম আর ঘামের বিনিময়ে অর্জিত। শত কষ্টের মাঝেও বিদেশে দেশের মুখ উজ্জ্বল করছেন অসংখ্য প্রবাসী। কিন্তু এর মধ্যেও কতিপয় অসাধু প্রবাসীর কারণে বিদেশে ভূলুণ্ঠিত হয় দেশের সম্মান। ক্ষতিগ্রস্ত হন সৎ ও নিষ্ঠাবান লাখ লাখ প্রবাসী। এরকমই একজন ব্যক্তি ওমান প্রবাসী রাজশাহীর মোঃ শরিফুল ইসলাম।
নিজেকে অসহায় পরিচয় দিয়ে ওমানের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিয়ে পরে সুযোগ বুঝে দোকান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী নিয়ে কেটে পড়েন। সম্প্রতি ওমানের গোবরা নামক শহরের এক বাংলাদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে লক্ষাধিক টাকা চুরি করে পালিয়েছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আবতাসমাথ আল ফারাহ নামে একটি টেইলারিং দোকান থেকে গত ৩০ অক্টোবর রাতে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক জানিয়েছেন, শরিফুলের দেশের বাড়ি রাজশাহী বিভাগের বোয়ালিয়া উপজেলার বুধপাড়া গ্রামে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে উক্ত প্রতিষ্ঠান।
এদিকে সপ্তাহ খানেক আগে ওমানের আরো কয়েক বাংলাদেশী প্রতিষ্ঠান থেকে চুরি করে পালানোর ভিডিও ভাইরাল হয়েছিলো। শরিফুলের মতো কতিপয় দুষ্কৃতিকারীর কারণে প্রবাসে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সৎ প্রবাসীরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, দেশের সম্মান রক্ষায় সবার দায়িত্ব বিদেশে সুনাগরিকের আচরণ করা। বিশেষ করে এক প্রবাসীর দ্বারা যাতে আরেক প্রবাসী ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক থাকতে সবার প্রতি অনুরোধ জানান অভিবাসন সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post