চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। তবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রায় শূন্যের কোঠায় নেমেছে করোনায় নতুন শনাক্ত এবং মৃতের সংখ্যা। আজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন শনাক্তের সংখ্যা মাত্র ৪ জন এবং মৃতের সংখ্যা শূন্য।
মঙ্গলবার (১৬-নভেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে গত তিন সপ্তাহ যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা একজন। বর্তমানে ওমানের সমস্ত হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১১ জন এবং আইসিইউতে আছেন ৩ জন।
দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৪৪১ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৮৬৪ জন। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৩ জন। আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ১১ জন। এদিকে চলমান করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন-তুরস্ক-জার্মানি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ কোটি ৪৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ লাখ ২১ হাজার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post