মহামারী করোনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ নতুন শনাক্তের সংখ্যা ১০ জন এবং মৃতের সংখ্যা ১ জন। সোমবার (৮-নভেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ২২ জন। গত তিন সপ্তাহ যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে।
ইতিমধ্যেই দেশটির অধিকাংশ হাঁসপাতাল করোনা রোগী মুক্ত ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও কমতে শুরু করেছে আইসিইউতে রোগীর সংখ্যা। দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৩৭৫ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৭৭৬ জন। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৩ জন।
আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪ জন। ওমানের সমস্ত হাঁসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৯ জন এবং আইসিইউতে আছেন ২ জন। এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন লাখ ৪০ হাজার ৭৮৪ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ৯৭ হাজার ৯৩০ জন।
সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৬৪ হাজার ৫৮৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ছয় লাখ ১০ হাজার ৪৫২ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৭৯৭ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post