মহামারী করোনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত ৩ দিনে নতুন শনাক্তের সংখ্যা ৩৬ জন এবং মৃতের সংখ্যা শূন্যের কোঠায়। রবিবার (৭-নভেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ৫৫ জন। গত তিন সপ্তাহ যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। ইতিমধ্যেই দেশটির অধিকাংশ হাঁসপাতাল করোনা রোগী মুক্ত ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়াও কমতে শুরু করেছে আইসিইউতে রোগীর সংখ্যা। দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৩৬৫ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১২ জন।
এদিকে বাংলাদেশে আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ১৭৮ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯৫ জনে। মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ১৩ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post