বিশ্বব্যাপী করোনার পরিস্থিতি উন্নতি হওয়ায় এখন থেকে বাংলাদেশ প্রবেশে কোয়ারেন্টাইন আইনে শিথিলতা আরোপ নতুন প্রজ্ঞাপন জারী করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে করোনা ভাইরাসের টিকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে যাত্রীদের আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না।
নির্দেশনায় বলা হয়েছে, ১৩টি দেশ থেকে ফিরতে করোনা টিকা না নেয়া যাত্রীদের বাধ্যতামূলক সরকার নির্ধারিত হোটেল নিজ খরচে সাত (০৭) দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আর টিকা নিয়ে আসলে সাত (০৭) দিন বাড়িতে কোয়ারেন্টিন পালন করতে হবে।
এই ১৩টি দেশ হচ্ছে, আর্মেনিয়া, বুলগেরিয়া, ইস্তোনিয়া, জর্জিয়া, ল্যাটভিয়া, লিথুনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন।
এই ১৩ দেশ বাদে বিশ্বের অন্য যেকোনো দেশ থেকে বাংলাদেশ প্রবেশের পূর্বে পূর্ণ ডোজ টিকা না নেয়া যাত্রীদের ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টিন পালন করতে হবে। আর, টিকা নেয়া যাত্রীদের কোন ধরণের কোয়ারেন্টিন লাগবে না।
নির্দেশনায় আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। যেমন:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেয়ার অন্তত ১৪ দিন পর ভ্রমণের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে।
সকল যাত্রীর জন্য ফ্লাইট ছাড়ার সময়ের আগের ৭২ ঘন্টার মধ্যে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ সাথে রাখতে হবে।
১৮ বছরের কম বয়সীদের জন্য টিকা নেয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়।
১২ বছরের কম বয়সীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
https://www.youtube.com/watch?v=pDto0NEXtNo
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post