ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিুশন সেন্টারে প্রবাসী ও ওমানি নাগরিকদের করোনা টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্যসেবা অধিদপ্তর। তবে আগামীকাল ০৭ নভেম্বর খেকে দেশটির অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র থেকে এই টিকাদান কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে ওমানের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর জানিয়েছে, “ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারের পরিবর্তে দেশটির বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র প্রবাসী ও ওমানি নাগরিকদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন টিকাদান কেন্দ্রগুলো হলো:
ওমানিদের জন্য টিকাদান কেন্দ্রগুলো: সিব এলাকার হাই আল-জামি স্বাস্থ্য কেন্দ্র, আল খয়ের উত্তর স্বাস্থ্য কেন্দ্র, মাতরাহ রুই স্বাস্থ্য কেন্দ্র, মাস্কাট স্বাস্থ্য কেন্দ্র, আল-আমরাত স্বাস্থ্য কেন্দ্র ও কোরিয়াতের আল সাহেল স্বাস্থ্য কেন্দ্র।
প্রবাসীদের জন্য টিকাদান কেন্দ্রগুলো হচ্ছে: মাতরাহ এলাকার সাবলাহ স্বাস্থ্যকেন্দ্র ও আল সিব এলাকার আল শারাদি মেডিকেল ফিটনেস সেন্টার। এই দুই কেন্দ্র থেকে প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রবাসীদের টিকা প্রদান করা হবে।
যেসকল নাগরিক ও প্রবাসী করোনা ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক তাদের দ্রুত তারাসুদ অ্যাপের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে বলা হয়েছে। এছাড়াও moh.gov.om.covid19 এর মাধ্যমেও টিকার জন্য আবেদন করতে পারবে নাগরিকরা।
https://www.youtube.com/watch?v=pDto0NEXtNo
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post