করোনা মুক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে ক্রমান্বয়ে কমছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। বুধবার (২৭-অক্টোবর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৪ জন এবং মৃত রোগীর সংখ্যা শূন্য।
গত এক সপ্তাহ যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। ইতিমধ্যেই দেশটির অধিকাংশ হাঁসপাতাল করোনা রোগী মুক্ত ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন ভর্তি রোগীর সংখ্যাও কমেছে অনেক।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ১১ জন। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ২ জন। বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৮ জন।
বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২১৯ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৫৬৯ জন। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১১ জন।
এদিকে আগামীকাল ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মাস্কাটে ৩ দিনব্যাপী প্রবাসীদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে ওমান সরকার। রাজধানী মাস্কাটের মাতরাহ শহরে প্রবাসীদের মাঝে এই বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান করার কথা জানিয়েছে মাস্কাট স্বাস্থ্য-বিভাগ।
এই টিকাদান কার্যক্রমে যে সকল প্রবাসী অংশগ্রহণ করতে চান তাদেরকে দ্রুত তারাসুদ প্লাস অ্যাপের মাধ্যমে অথবা Covid19.moh.gov.om লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়েছে। প্রবাসীদের সুবিধার্থে নিবন্ধনের লিংক দেওয়া আছে।
ভ্যাকসিন নিবন্ধন লিংকঃ https://covid19.moh.gov.om/#/home
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post