প্রবাসীরা দেশে এসে এখন থেকে আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবেনা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল করে পূর্বের বিধিনিষেধ বাতিল করে ২৩ অক্টোবর রাতে আকাশপথে চলাচলের নতুন বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর সাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে আসতে হলে অবশ্যই আরটি পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষা করতে হবে। তবে ১২ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়।
নির্দেশনায় বলা হয়েছে, ১৩ টি দেশ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসলে ৭ দিন বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে। আর ভ্যাকসিন না নিয়ে আসলে ৭ দিন নিজ খরচে সরকার অনুমোদিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশগুলো হচ্ছে,আর্মেনিয়া, বুলগেরিয়া, ইস্তোনিয়া, জর্জিয়া, ল্যাটভিয়া, লিথুনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন।
এই ১৩ দেশ ছাড়া পৃথিবীর অন্য যেকোনো দেশ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। আর ভ্যাকসিন না নিয়ে আসলে ১৪ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টিনে করতে হবে। তবে ১৮ বছরের কম বয়সী যাত্রী ভ্যাকসিন না নিলেও ভ্যাকসিন নেওয়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাংলাদেশ আসতে পারবেন। নতুন এই আইন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বেবিচক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post