ঘূর্ণিঝড় শাহীনে ওমানের বিভিন্ন এলাকায় প্রায় ২২ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিটি (এনসিইএম)। কর্তৃপক্ষ জানিয়েছে,”গত ১৯শে অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড় শাহীনে প্রায় ২২ হাজার ৮০৭ টি ঘরবাড়ির ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে। যার মধ্যে মুসান্নাহ এলাকায় ৪ হাজার ১৭৫ টি, সুওয়াইক এলাকায় ১১ হাজার ৮০১ টি, আল খাবুর এলাকায় ৫ হাজার ৭৯১টি এবং সাহামে ১ হাজার ৪০ টি পরিবারের ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের গণনা প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত এলাকায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির আবাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ সচিব ইঞ্জিনিয়ার হামাদ আলী আল নাজওয়ানি জানিয়েছেন, “ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত সকল নাগরিকের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করেছে। কমিটি মাঠ পর্যায় কাজ করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সকল নাগরিকদের ঘর বাড়ি মেরামতে ব্যবস্থা গ্রহণ করবে।” ওমান টিভিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মন্ত্রণালয় এরইমধ্যে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে নতুন রুট ম্যাপ তৈরি করেছেন। দেশটির উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের নাগরিকদের ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত সম্পত্তি এবং বাড়ি মেরামতে কাজ করছে কমিটি। মন্ত্রণালয় নাগরিকদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে কাজ করছে। যাতে করে ভবিষ্যৎতে এই নাগরিকরা আর কোনো ক্ষতির সম্মুখীন না হয়।
এছাড়াও ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এখন পর্যন্ত ৩০০ টির বেশি ঘরবাড়ি, ২৪ টি আফ্লাজ নেটওয়ার্ক এবং দুটি চেক ড্যাম মেরামত শুরু করেছে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মূল্যায়নের দায়িত্ব পাওয়া নতুন কমিটি। কমিটির সভাপতি সুলতান সেলিম আল হাবসি বলেন, “গৃহায়ন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয় এরইমধ্যে ২৪ টি আফ্লাজ ও পাঁচটি ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। এছাড়াও সুওয়াইকে ১৫৭ টি, আল খাবোরায় ১৩৪ টি এবং সাহামে ৩৭ টি বাড়িও মেরামত শুরু হয়েছে।”
তিনি আরো বলেন, “দেশের বিভিন্ন এলাকায় অভ্যন্তরীণ রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকার নাগরিকদের বিকল্প পথে যাতায়াত করার জন্য অনুরোধ জানিয়েছে নতুন কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post