যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা: এর জন্মদিন পালন করেছে ওমান। ঈদে মিলাদুন্নববী (সা:) উপলক্ষে,
বৌশার আল লতিফ মসজিদে দুয়া ও আলোচনা সভার আয়োজন করে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ওমানের গ্র্যান্ড মুফতির কার্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাসুল (সা.) এর জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা ও মূল্যবোধের বিষয় নিয়ে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গ্র্যান্ড মুফতি সুলতান বিন সাইদ আল হিনাই।
এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ৩২৮ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মহামান্য সুলতান হাইথাম বিন তারিক। গতকাল (১৮-অক্টোবর) সুলতানের বিশেষ ক্ষমতায় এই বন্দিদের মুক্তি দেওয়া হয়।
সাধারণ ক্ষমা পাওয়া ৩২৮ জনের মধ্যে ১০৭ জন বিদেশি নাগরিক রয়েছে।” তবে এর মধ্যে কতজন বাংলাদেশী নাগরিক রয়েছে, তা জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post