হামজা চৌধুরীর পর এবার আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। কানাডা জাতীয় দলের এই মিডফিল্ডার আগামী মাসেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে লাল-সবুজ জার্সিতে মাঠে নামতে চান। এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত শুক্রবার সামিত বাংলাদেশের হয়ে খেলার জন্য সম্মতি জানানোর পর, বাফুফের সঙ্গে তার আলোচনার কথা থাকলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে তিন দিন পর আজ অনলাইন সভায় বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম সামিতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় সামিতের বন্ধু অমিত হাসানও উপস্থিত ছিলেন।
এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ। সামিতের সঙ্গে আলোচনার পর ফাহাদ করিম সংবাদমাধ্যমকে জানান, সামিত এই ম্যাচেই বাংলাদেশের হয়ে খেলতে চান। তিনি বলেন, ‘সামিত বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুনে খেলার জন্য তিনি আসতে পারবেন বলে জানিয়েছেন। এশিয়ান কাপের পরবর্তী ম্যাচগুলো যেহেতু দেরিতে, সেগুলো নিয়ে তিনি ক্লাব ও কোচের সঙ্গে আলাপ করে জানাবেন। জুনের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে সাফ হতে পারে, এই ধারণাও তাকে দিয়ে রেখেছি।’
আগামী ১০ জুন ঢাকায় সামিত সোমকে খেলাতে হলে বাফুফেকে ৩ জুনের মধ্যে তার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামিত সোমের বাংলাদেশের পাসপোর্ট থাকা। তাই আজকের আলোচনায় পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়াকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফাহাদ করিম জানান, ‘সামিতও আশা করছেন জুনেই খেলার জন্য। আনুষ্ঠানিকতার বিষয়টি তিনিও অবগত। আমরা ইতোমধ্যে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই এটি হয়ে যাবে। এরপর সামিত কানাডায় বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের জন্য আবেদন করবেন। তার ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে, তাই তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন, সেটি আমরা নিশ্চিত করব।’
কানাডার মতো শক্তিশালী দলের হয়ে খেলার সুযোগ ছেড়ে সামিত বাংলাদেশের হয়ে মাঠে নামতে আগ্রহী হওয়ায়, তার কোনো বাড়তি সুযোগ-সুবিধা প্রয়োজন কিনা, এমন প্রশ্ন আলোচনায় উঠে আসে। তবে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। ফাহাদ করিম বলেন, ‘আমি একাধিকবার জিজ্ঞেস করেছি তার প্রত্যাশা বা চাহিদা রয়েছে কিনা বাফুফের প্রতি। তিনি এই সংক্রান্ত কিছু বলেননি। তিনি শুধু বাংলাদেশের হয়ে খেলতে চান এবং সর্বপ্রথম তিনি বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন। পাসপোর্ট পাওয়ার পর পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমরা আবার আলোচনা করব।’
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
