নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী লাকী বেগমকে (২০) পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী শাকিব মাহমুদ (২৪)। পুলিশ জানিয়েছে, শাকিব তার স্ত্রীকে টিকটক আসক্তি এবং পরকীয়ায় জড়িত থাকার সন্দেহে খুন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব এসব তথ্য জানিয়েছেন বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা।
গতকাল সোমবার রাত আটটার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় নাগরদোলায় তুলে লাকী বেগমকে গলা কেটে হত্যা করা হয়। লাকী বেগম উপজেলার কালাপোল এলাকার মো. মনছুরের মেয়ে। ঘটনার পরপরই নোয়াখালী জেনারেল হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত শাকিব মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। শাকিব নোয়াখালী সদর উপজেলার মান্নান নগরের মঙ্গল হোসেনের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজ মঙ্গলবার সকালে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব স্বীকার করেছেন যে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই তিনি পরিকল্পিতভাবে মেলায় নিয়ে গিয়েছিলেন। স্ত্রীকে হত্যার জন্য পার্শ্ববর্তী একটি বাজার থেকে গতকালই ছুরি কিনেছিলেন তিনি। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি পুলিশ উদ্ধার করেছে।
ওসি লিটন দেওয়ান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব মাহমুদ দাবি করেছেন, তার স্ত্রী টিকটকের জন্য ভিডিও তৈরি করতেন যা তিনি পছন্দ করতেন না। এছাড়াও, স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে বলেও তার সন্দেহ ছিল। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এই কারণে তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন।
খুনের পরিকল্পনার অংশ হিসেবে স্ত্রীকে মেলায় নিয়ে যাওয়ার বিষয়ে ওসি জানান, সন্ধ্যায় মেলায় ঘুরতে যাওয়ার কথা বলে শাকিব তার স্ত্রীকে সঙ্গে নেন। মেলায় একটি নাগরদোলায় দুজনে ওঠেন। সেখান থেকে নামার ঠিক আগমুহূর্তে শাকিব তার স্ত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর লাকী আক্তারের মৃত্যু হয়।
গতকাল রাতেই নিহত লাকীর বাবা মো. মনছুর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শাকিব মাহমুদকে একমাত্র আসামি করা হয়েছে। নিহত লাকী বেগমের মা শেফালী বেগম জানান, এক বছর আগে তার মেয়ে ও শাকিবের বিয়ে হয়। ১৫ দিন আগে লাকী ও শাকিব তাদের বাড়িতে আসেন। গত রোববার তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল এবং এক পর্যায়ে শাকিব লাকীকে মারধর করেন ও তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। শেফালী বেগম আরও জানান, তার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং তিনি শাকিবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
