টাকার নেশায় বুঁদ হয়ে থাকা এই ব্যক্তির নাম মুসা আহমেদ। ওমানে বছরের পর বছর অসংখ্য প্রবাসীকে ফাঁদে ফেলে নিঃস্ব করেছেন। হ্যালো ওমান নামে একটি ফেসবুক পেইজে মানবিক কাজের ভিডিও তৈরি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তার প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন অসংখ্য ওমান প্রবাসী। লোক দেখানো সামাজিক কাজের আড়ালে তৈরি করেছেন প্রতারণার এক বিশাল জগত।
ওমানের ইনভেস্টর ভিসা করে দেওয়ার কথা বলে কতজনকে যে পথে নামিয়েছেন তার যেন সঠিক হিসেবই নেই। কারোর থেকে টাকা নিয়েছেন ইনভেস্টর ভিসা দেওয়ার আশ্বাসে, আবার কাউকে ঠকিয়েছেন হাতে ভুয়া টিকিট ধরিয়ে। তবে মিষ্টভাষী এই প্রতারক যে এতটা নির্দয় এবং বেপরোয়া তা প্রথমে টের পাননি কেউই…
দীর্ঘদিন যাবত প্রতারক মুসার বিষয়ে প্রবাস টাইমের কাছে অভিযোগ করেন ডজনখানেক ভুক্তভোগী। যাদের একেকজন থেকে হাতিয়ে নিয়েছেন ৭০০ থেকে দেড় হাজার রিয়াল পর্যন্ত। প্রবাস টাইমের হাতে আসা এখন পর্যন্ত কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ এসেছে এই মুখোশধারি প্রতারকের বিরুদ্ধে।
এসকল অভিযোগের সত্বতা যাচাই করতে মুসার সাথে আমরা যোগাযোগ করলে তিনি স্বীকার করেন। তবে, এই পরিস্থিতির জন্য দায় চাপান ভুক্তভোগীদের উপর।
মুসার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করি। ভুক্তভোগী শ্রমিকদের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দূতাবাসও।
এদিকে মুসার মত এমন প্রতারকদের থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন ওমানের বিশিষ্ট প্রবাসীরা। একইসাথে সামাজিক মাধ্যমে ভাইরাল এমন ব্যক্তিদের সাথে লেনদেন করতেও সতর্ক করেছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
