কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চাওয়ার ঘটনায় সমালোচিত ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী স্বাক্ষরিত এই বদলির আদেশ আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে জারি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওসি মো. মনোয়ার হোসেনের একটি অডিও রেকর্ড সম্প্রতি ভাইরাল হয়, যেখানে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চাইতে শোনা যায়। ঠিকাদার ও ওসির এই কথোপকথন ফাঁসের পর তাকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে মো. জাফর ইকবালকে ইটনা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাইরাল হওয়া অডিও রেকর্ডে ওসি মনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, ‘সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন। তোমরা যে ১৮ লাখ টাকার কাজ করে ১০ লাখ টাকা লাভ করলা, ১০ টাকার জিলাপি কিনে তো পাবলিকরে খাওয়ালে না। খাইয়া যে একটু দোয়া কইরা দেই বৈষম্যবিরোধী ছাত্রদের। তোমার জায়গায় আমি হইলে সুদের উপরে টাকা আইনা আগে জিলাপি খাওয়াইতাম। দোয়াডা হইলো সবার আগে। পরে তো বিল পামু, তাই না?’ এই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইটনা শাখার সংগঠক আফজাল হুসাইন শান্ত অভিযোগ করেন, তিনি ইটনা উপজেলার বলদা হাওরে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের কাজ টেন্ডারের মাধ্যমে পান। কাজ শেষ হওয়ার পর থানায় গেলে ওসি তার কাছে জিলাপি খাওয়ার জন্য টাকা দাবি করেন। তিনি তাৎক্ষণিকভাবে রেকর্ড করতে না পারলেও পরবর্তীতে ওসি যখন তাকে ফোন করেন, তখন বাঁধ নির্মাণে লাভের অংশ থেকে জিলাপি খেতে চান বলে শান্ত জানান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারি কাজ টেন্ডারের মাধ্যমে পাওয়ার পরও ওসি কীভাবে তার কাছে জিলাপি চাইতে পারেন, তা বোধগম্য নয়।
তবে, ইটনা থানার ওসি মনোয়ার হোসেন এই অডিও রেকর্ডটিকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হতে পারে বলে দাবি করেছেন। তিনি বলেন, তিনি যতটুকু শুনেছেন, ওই ছেলের নামে কোনো পিআইসির টেন্ডার নেই, তাই তার কাছে জিলাপি চাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি ধারণা করছেন, কোনো এক সময়ের ফোনালাপের অংশবিশেষ এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। রেকর্ডে তিনি মানুষকে জিলাপি খাওয়ানোর কথা বলেছেন, যা অনৈতিক কিছু নয় বলেও তিনি দাবি করেন।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
