দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ইসরায়েলি নাগরিকদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। ফিলিস্তিনি জনগণের সঙ্গে ‘দৃঢ় সংহতি’ জানিয়ে মঙ্গলবার মালদ্বীপ সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করে এবং এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দেশটির পার্লামেন্টে একটি বিল অনুমোদিত হওয়ার পর এই আইনে স্বাক্ষর করেন। এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলি নাগরিকদের বিলাসবহুল পর্যটন দ্বীপপুঞ্জে প্রবেশে বাধা সৃষ্টি করা হলো। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যা বন্ধের দাবিতে সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন এটি।’ বিবৃতিতে আরও বলা হয়, মালদ্বীপ ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলে মুইজ্জুর অফিসের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন।
ছোট ইসলামি প্রজাতন্ত্র মালদ্বীপ ১ হাজার ১৯২টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এবং এটি তার নির্জন সাদা বালির সৈকত, অগভীর ফিরোজা রঙের লেগুন ও মনোরম পরিবেশের জন্য বিখ্যাত। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে আগত ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটকের মধ্যে মাত্র ৫৯ জন ছিলেন ইসরায়েলি। মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুতে ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০ সালে পুনরায় সম্পর্ক স্থাপনের উদ্যোগও নিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে মালদ্বীপের বিরোধী দল এবং সরকারের মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এর আগে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর তাদের নাগরিকদের মালদ্বীপে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিল।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ইসরায়েলে হামলার পর গাজা যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, ওই হামলায় ১ হাজার ২১৮ জন নিহত হয়। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে প্রায় দেড় বছরে অঞ্চলটিতে ৫০ হাজার ৯৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
