ওমানে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ফলে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। তাই গাড়ি চালকদের উদাসীনতা রুখতে এবার প্রযুক্তিনির্ভর বিশেষ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা গেছে, এখন থেকে সড়কে এআই-চালিত ক্যামেরায় ড্রাইভারদের উপর কঠোর নজরদারি করা হবে।
ওমান পুলিশের ট্রাফিক বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার আলি বিন হামুদ আল-ফালাহি জানান, ইতোমধ্যে এআই-চালিত ক্যামেরা চালু হয়েছে, যা চালকদের মোবাইল ব্যবহারসহ অন্যান্য ট্রাফিক লঙ্ঘন শনাক্ত করতে সক্ষম। এই স্মার্ট সিস্টেম যান চলাচলের গতিপ্রবাহ নজরে রাখা, যানজটের স্থান চিহ্নিত করা এবং পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা গাড়ি শনাক্ত করতেও পারদর্শী। তিনি বলেন, সড়ক নিরাপত্তা শুধু পুলিশের নয়, বরং সমাজের সম্মিলিত দায়িত্ব। মোবাইল ব্যবহারের কারণে চালকদের মনোযোগ বিভ্রান্ত হয়, যার ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিকভাবে এ ধরনের দুর্ঘটনার হার ২৫ শতাংশ ছাড়িয়েছে। এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সোমবার শুরু হয়েছে গালফ ট্রাফিক উইক। যার প্রতিপাদ্য “মোবাইল ছাড়া গাড়ি চালানো”। সচেতনতা বাড়াতে স্কুল-কলেজে ক্যাম্পেইনসহ মাস্কাটের ওমান মলে বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম মানার আহ্বান জানিয়ে বলেছে, নিরাপদ সড়ক নিশ্চিতে তাঁদের দায়িত্বশীল আচরণ কামনা করে প্রশাসন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
