পাল্টাপাল্টি হুমকির পর অবশেষে ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি ও আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বার্তা আদান-প্রদানের মাধ্যমে শনিবার (১২ এপ্রিল) এই আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আলোচনায় উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক বলে উল্লেখ করেছে। আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে উভয় পক্ষ।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মাস্কাটে পৃথক কক্ষে অবস্থান করেন। ওমানের মধ্যস্থতায় প্রায় আড়াই ঘণ্টার এই আলোচনায় দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার বার্তা বিনিময় হয়।
আলোচনা শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে আব্বাস আরাগচি জানান, প্রথম পর্বের আলোচনায় উভয় পক্ষই সমঝোতার পথে অগ্রসর হতে আগ্রহ দেখিয়েছে। তিনি আগামী ১৯ এপ্রিল দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করেন, যদিও স্থান ও বিষয়ভিত্তিক কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আলোচনার শেষ পর্যায়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাঈদির উপস্থিতিতে আরাগচি ও উইটকফ কয়েক মিনিট সরাসরি কথাও বলেন। আরাগচি এটিকে একটি স্বাভাবিক কূটনৈতিক সৌজন্য হিসেবে বর্ণনা করেন।
অন্যদিকে, হোয়াইট হাউস স্টিভ উইটকফের এই আলোচনাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সমাধানযোগ্য বিষয়গুলো অত্যন্ত জটিল হলেও এই আলোচনা পারস্পরিক সমঝোতার দিকে একটি বড় পদক্ষেপ। উইটকফ ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছেন।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রথম পর্বের আলোচনা শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতার লক্ষ্যে এই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন।
বিস্তারিত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
