হিমালয় সংলগ্ন তিব্বত নিয়ে “অযাচিত আচরণ” করার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের ঘোষণা দেয়। এর আগে তিব্বতে বিদেশিদের প্রবেশ নিয়ে কঠোর অবস্থান নেওয়ায় চীনা কর্মকর্তাদের ওপর নতুন ভিসা বিধিনিষেধ দেয় ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনা কর্তৃপক্ষ মার্কিন কূটনীতিক, সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তিব্বতে প্রবেশে বাধা দিচ্ছে। তারা দাবি করেছে, এসব অঞ্চলে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। জবাবে চীন জানায়, তিব্বত বিষয়ক সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং এতে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “তিব্বতের ইস্যুগুলো চীনের নিজস্ব এবং সেখানে হস্তক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী।” তিনি আরও জানান, তিব্বত ভ্রমণের ক্ষেত্রে বিদেশিদের জন্য অনুমতির শর্ত প্রযোজ্য, বিশেষ করে কূটনীতিক ও সাংবাদিকদের জন্য। তবে তিনি দাবি করেন, তিব্বত উন্মুক্ত এবং সেখানে সফর ও ব্যবসায়িক কার্যক্রমে বন্ধুত্বপূর্ণ বিদেশিদের স্বাগত জানানো হয়।
লিন জিয়ান স্পষ্টভাবে জানান, চীন তথাকথিত মানবাধিকার, ধর্ম কিংবা সংস্কৃতির অজুহাতে তিব্বতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাশত করবে না। তিনি বলেন, “চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে আমরা আপস করবো না।”
উল্লেখ্য, ১৯৫০ সালে চীন তিব্বত অঞ্চলটি দখল করার পর থেকেই ভারতের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। তিব্বতের সীমানা চীন ও ভারতের সঙ্গে যুক্ত হওয়ায় এই অঞ্চল নিয়ে বারবার বিরোধে জড়িয়েছে দুই দেশ। গত বছর সীমান্তে সংঘর্ষে বহু সেনা হতাহতের ঘটনাও ঘটে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
