মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন

দেশে ফিরছেন মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি

মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া ২০ জন বাংলাদেশি কিশোরকে দেশে ফেরত আনা হচ্ছে। রোববার (১৩ এপ্রিল) মিয়ানমারে বাংলাদেশের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। মানবপাচারের শিকার এই কিশোরদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে সীমান্ত অতিক্রম করার সময় মিয়ানমার পুলিশ তাদের আটক করে।

বাংলাদেশ দূতাবাস জানায়, দীর্ঘ আলোচনা এবং নাগরিকত্ব যাচাই শেষে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন। অসাধু দালালদের ফাঁদে পড়ে তারা অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির শিকার হন।

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন বন্দরে উপস্থিত থেকে তাদের হস্তান্তরের কার্যক্রম তদারকি করেন। তিনি জানান, দূতাবাস সব সময় এমন আটক বাংলাদেশিদের শনাক্ত করে দেশে ফেরাতে সচেষ্ট। এ সময় তিনি স্ক্যাম সেন্টার থেকে আরও বাংলাদেশিদের ফেরত আনার প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

একই জাহাজে দেশে ফিরছে মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাঠানো বাংলাদেশ নৌবাহিনীর ৫৫ সদস্যের দল। তারা ১০ দিন ধরে উদ্ধার ও চিকিৎসা সহায়তায় কাজ করেন। রাষ্ট্রদূত তাদের সেবামূলক ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

রাষ্ট্রদূত বিদেশগামীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কর্মসংস্থানের নামে কেউ যেন প্রতারণার শিকার না হয়। উল্লেখ্য, গত দুই বছরে মিয়ানমারে আটক ৩৫২ জন বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে দূতাবাস, যার সর্বশেষ বড় পর্ব ছিল গত বছরের ২৮ সেপ্টেম্বর, যখন ৮৫ জনকে দেশে পাঠানো হয়। এদিকে ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজটি ১২০ মেট্রিক টন সহায়তা নিয়ে ইয়াঙ্গুনে পৌঁছায় এবং আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) চট্টগ্রামে ফেরার কথা রয়েছে।

আরও দেখুনঃ