স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলাকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় স্টারলিংকের। সম্মেলনের বিস্তারিত কার্যক্রম ভেন্যু থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ব্যবহার করে।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি’র (বিডা) আয়োজনে গত ৭ এপ্রিল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। আজ সম্মেলনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্বোধন করেন স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক সেবা।
উদ্বোধনের পর সম্মেলনের ভেন্যুতে উপস্থিত সকলেই স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান। বিভিন্ন সাইট ব্রাউজ করার পাশাপাশি অনেকেই স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এবং ইউটিউবে ভিডিও দেখেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ স্টারলিংককে দেশের বাজারে ব্যবসা করার অনুমোদন দেয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)। গত ৬ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানান বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এর মাধ্যমে বাংলাদেশে ৯০ দিনের মধ্যে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পথ প্রশস্থ হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
