দীর্ঘ প্রবাস জীবন শেষে ওমান থেকে দেশে ফিরে এক ব্যক্তি জানতে পারলেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এই অপ্রত্যাশিত খবরে হতবাক স্বামী পরবর্তীতে জানতে পারেন এক চাঞ্চল্যকর তথ্য। কুমিল্লার চৌদ্দগ্রামে এই ঘটনায় স্ত্রী বাদী হয়ে তার শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। শনিবার সকালে পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে চৌদ্দগ্রামের এক ওমান প্রবাসী যুবকের সাথে মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ে হয়। বিয়ের পর ওই কিশোরী তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। মাস দেড়েক আগে স্বামী ওমান থেকে দেশে ফেরেন।
সম্প্রতি স্ত্রী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় স্ত্রী কয়েক মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনার প্রেক্ষিতে আজ সকালে ওই গৃহবধূ তার শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে জানান, “মেয়েটি বাল্যবিবাহের শিকার হয়েছিল। সে নিজেই বাদী হয়ে আজ তার শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, প্রায় এক বছর আগে তার ওমানপ্রবাসী স্বামীর সাথে তার বিয়ে হয়। স্বামীর অনুপস্থিতিতে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। সেই সময় তার শ্বশুর তার প্রতি কুনজর দেন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং মূল্যবান উপহার দিয়ে তিনি তার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। গত বছরের ১৮ আগস্ট তার শাশুড়ি বাবার বাড়িতে গেলে শ্বশুর ভোরবেলা ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করেন এবং ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন।
এজাহারে আরও বলা হয়, তিন মাস আগে বাদীর স্বামী ওমান থেকে দেশে ফেরেন। দেড় মাস আগে বাদী শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।
গত ১৮ মার্চ তিনি তার স্বামীকে নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে যান এবং সেখানে জানতে পারেন তিনি কয়েক মাসের অন্তঃসত্ত্বা। এরপরই তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post