ওমানে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের দায়ে ৮৪ প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, তাদের ভিসা বাতিলের আগে সবরকমের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা। এই প্রবাসীরা কে কোন দেশের তা অবশ্য নির্দিষ্ট করে জানানো হয়নি।
ওমানে গেল কয়েক মাস ধরে আবারও অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান জোরদার করেছে দেশটির সরকার। অভিযানের অংশ হিসেবে প্রায় প্রতিদিনই অবৈধ প্রবাসীরা গ্রেপ্তার হচ্ছেন।
পুলিশ জানিয়েছে, অপর এক অভিযানে মুসান্দাম থেকে ২৪ প্রবাসীকে আটক করা হয়েছে। তারা অবৈধ উপায়ে ওমানে প্রবেশ করেছিলেন।
ওমান সরকার অবৈধ প্রবাসীদের কার্যকলাপ রুখতে এবং অপরাধ কমাতে এই অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।
এ লক্ষ্যে, সিকিউরিটি এন্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং ৫ই জানুয়ারি থেকে ইনস্পেকশন টিম এই নির্দেশনা মেনে কাজ করছে।
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো অপরাধে জড়িত প্রবাসীদের গ্রেপ্তার করা, সংরক্ষিত পেশাগুলোতে প্রবাসীদের কাজ করা বন্ধ করা, শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ করা এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
