মালয়েশিয়ায় চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার কুয়ালালামপুরের চারটি এবং সেলাঙ্গরের বন্দর বুকিত রাজার তিনটি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এতে ২২ থেকে ৩৮ বছর বয়সী চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের অভিবাসীদের লক্ষ্যবস্তু করত, যারা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও মালয়েশিয়ায় অবস্থান করছিল। বিশেষ পাসের (পিএলকেএস) মেয়াদ বাড়ানোসহ অবৈধ ই-পাস পরিবর্তনের সেবা দিত তারা। প্রতিটি পরিষেবার জন্য ২ থেকে ২.৫ হাজার রিঙ্গিত পর্যন্ত ফি আদায় করা হতো।
অভিযানে বিভিন্ন দেশের ১৩৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে, যার মধ্যে ১১৭টি বাংলাদেশি নাগরিকদের। প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেপ্তার হওয়া দুইজন নির্মাণ খাতে কর্মরত ছিলেন এবং অপর দুইজন ওভারটাইম কাজ করছিলেন। ইমিগ্রেশন বিভাগ বিষয়টি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
