চট্টগ্রামের রাউজানের বাসিন্দা নুরুল আমিন তার মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে হারিয়ে ফেলা পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জানা যায়, মায়ের জানাজায় অংশ নিতে তড়িঘড়ি করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফেরেন চট্টগ্রামের এই বাসিন্দা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বেরিয়ে যান নুরুল আমিন।
তবে তার তিনটি পাসপোর্ট ভুলে রেখে যান বিমানবন্দরের পার্কিং এলাকার ট্রলিতে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পাসপোর্টে থাকা নম্বরে যোগাযোগ করে তাকে পাসপোর্ট ফিরিয়ে দেয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার প্রবাসী নুরুল আমিন মায়ের জানাজায় অংশ নিতে তাড়াহুড়ো করছিলেন।
অসাবধানতাবশত তার পাসপোর্টগুলো পার্কিং এলাকায় রেখে যান। সৌভাগ্যক্রমে, টহল টিম সেগুলো খুঁজে পায় এবং পরে যথাযথ যাচাই-বাছাই শেষে ফেরত দেয়া হয়।