চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক চাঞ্চল্যকর অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ স্বর্ণের চালান জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
অভিনব কায়দায় পায়জামার ভেতরে লুকিয়ে পাচারের সময় এই স্বর্ণের চালানটি ধরা পড়ে। বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে এই অভিযানটি পরিচালিত হয়।
এনএসআই-এর চট্টগ্রাম বিমানবন্দর টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বিপুল পরিমাণ স্বর্ণের চালান আনা হচ্ছে।
সকাল ৮টা ৩৬ মিনিটে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করার পর থেকেই নজরদারি শুরু করে এনএসআই টিম। আন্তর্জাতিক আগমনী টার্মিনালের ৩ নম্বর গেট দিয়ে যাত্রী শাহিন আল মামুন (পিতা/স্বামীর নাম, ঠিকানা উল্লেখ থাকলে যুক্ত করুন) বের হওয়ার সময় তাকে শনাক্ত করা হয়।
পরে তাকে আটক করে তল্লাশি চালালে চোখ কপালে তোলার মতো ঘটনা বেরিয়ে আসে। যাত্রীর পরনের পায়জামার ভেতরে বিশেষ ভাবে তৈরি করা পকেটে লুকানো ছিল ২২ ক্যারেট ওজনের ১২টি সোনার বালা।
উদ্ধারকৃত বালাগুলোর মোট ওজন ৪০০ গ্রাম। বাজার দরে এই স্বর্ণালংকারের মূল্য আনুমানিক ৫০ লক্ষ ৬৯ হাজার ২০০ টাকা। ২২ ক্যারেট স্বর্ণের বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রতি গ্রাম ১২ হাজার ৬৭৩ টাকা হিসেবে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
আটক শাহিন আল মামুন রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এনএসআই সূত্রে খবর। তবে, এই পাচারের পেছনে আর কারা জড়িত, এবং স্বর্ণগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে আরও তদন্ত চলছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার এবং আটক যাত্রীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
