রান্নার পর ব্যবহৃত তেল ফেলে দেওয়ার বদলে তা দিয়ে কি বিমান চালানো সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে স্পেনে চলছে গবেষণা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায়, পরিবেশবান্ধব জ্বালানি তৈরির লক্ষ্যে গবেষণায় নেতৃত্ব দিচ্ছে দেশটির বিমানসংস্থা আইবেরিয়া, যা ২০৩০ সালের মধ্যে তাদের ১০ শতাংশ ফ্লাইটে এই টেকসই জ্বালানি ব্যবহারের পরিকল্পনা করেছে।
বিমান সংস্থার সাস্টেইনেবিলিটি পরিচালক টেরেসা পারেখো বলেন, “টেকসই জ্বালানি শিল্প গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে স্পেনে। বিমান চলাচল খাতকে পরিবেশবান্ধব করা আমাদের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশ ইউরোপের প্রান্তে অবস্থিত এবং এখানে অনেক দ্বীপ রয়েছে, যেগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখা প্রয়োজন।”
বর্তমানে ভাজাপোড়ার তেল থেকে টেকসই কেরোসিন তৈরিতে প্রচলিত জ্বালানির তুলনায় তিন গুণ বেশি খরচ হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সরবরাহ বৃদ্ধি পেলে এই খরচ কমে আসবে। ইতিমধ্যে স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে একটি নতুন রিফাইনারি নির্মাণের কাজ চলছে, যেখানে বর্জ্য তেলকে জ্বালানিতে রূপান্তর করা হবে। এটি ইউরোপের সবচেয়ে বড় রিফাইনারি হিসেবে পরিচিতি পাবে।
ইউরোপীয় ইউনিয়ন এই খাতকে এগিয়ে নেওয়ার জন্য কঠোর লক্ষ্য নির্ধারণ করেছে। ইইউ’র পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিমান জ্বালানির ৬ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ টেকসই জ্বালানি ব্যবহার করতে হবে। এই লক্ষ্য অর্জনে ইইউ সদস্য দেশগুলোর গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করছে।
মাদ্রিদের একটি গবেষণাগারে রেপসল কোম্পানি এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারা বিমান খাতে অপরিশোধিত তেলের বিকল্প হিসেবে রান্নার তেলের ব্যবহার নিয়ে গবেষণা চালাচ্ছে। এদিকে, জার্মান এয়ারোস্পেস সেন্টার ভাজাপোড়া তেলের পরিবেশগত প্রভাব নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে। তাদের গবেষণায় দেখা গেছে, টেকসই জ্বালানি ব্যবহারের ফলে বিমানের ধোঁয়া এবং কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমে যায়।
জার্মান এয়ারোস্পেস সেন্টারের গবেষক ক্রিস্টিয়ানে ফোইগ্ট বলেন, “টেকসই জ্বালানি ব্যবহারের ফলে কম ধোঁয়া নির্গত হয়েছে, যা বরফের স্ফটিক গঠন কমিয়ে উষ্ণতা হ্রাসে ভূমিকা রাখে।”
এই গবেষণা ও উদ্যোগগুলো বিমান শিল্পকে পরিবেশবান্ধব করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশার আলো দেখাচ্ছে। ভবিষ্যতে হয়তো রান্নাঘরের ফেলে দেওয়া তেলই হয়ে উঠবে আকাশপথের জ্বালানির প্রধান উৎস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
