মালয়েশিয়ার একটি সিরামিক ফর্মার ও স্পেশাল গ্লাভস মোল্ড প্রস্তুতকারী কারখানায় কর্মরত প্রায় ১৯০ জন বাংলাদেশি শ্রমিক দীর্ঘ তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। শুধু তাই নয়, গত পাঁচ মাস ধরে তাদের ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক থেকেও বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হল এই উদ্বেগজনক তথ্যটি প্রকাশ করেছেন, যা ফ্রি মালয়েশিয়া টুডেতে বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে।
শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হল জানিয়েছেন, এই শ্রমিকেরা মালয়েশিয়ায় কাজের জন্য আসার পূর্বে বিশাল অঙ্কের অর্থ নিয়োগ প্রক্রিয়ায় ব্যয় করেছেন। বেতন না পাওয়ার কারণে, তারা এখন ঋণের এক গভীর চক্রে নিমজ্জিত হয়েছেন, যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ মালয়েশিয়ায় অবস্থিত এই কারখানার শ্রমিকেরা মূলত ২০২৩ সাল থেকেই বেতন সংক্রান্ত অনিয়মিততার শিকার। অনেকেই বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হয়েছেন অথবা পরিবার ও আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ ধার করেছেন, শুধুমাত্র তাদের চড়া নিয়োগ ফি পরিশোধ করার জন্য। প্রত্যেক শ্রমিককে প্রায় ২৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকার সমতুল্য) নিয়োগ ফি গুনতে হয়েছে। এই বিপুল পরিমাণ ঋণের বোঝা আজও তাদের ওপর চেপে আছে।
ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ আরও গুরুতর। তারা জানিয়েছেন, কারখানার পক্ষ থেকে তাদের অত্যন্ত অস্বাস্থ্যকর ও মানবেতর আবাসন ব্যবস্থায় রাখা হয়েছে। এমনকি নিজেদের পাসপোর্ট পর্যন্ত নিজেদের জিম্মায় রাখার অনুমতি দেওয়া হচ্ছে না, যা আন্তর্জাতিক শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
নিরুপায় হয়ে শ্রমিকদের একটি দল ইতোমধ্যে মালয়েশিয়ার শ্রম বিভাগে তাদের formal অভিযোগ দাখিল করেছে। তবে, শ্রমিকদের স্বার্থে অভিযুক্ত কোম্পানির নাম আপাতত প্রকাশ করা হয়নি, কারণ কারখানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হল শ্রমিকদের এই কঠিন পরিস্থিতি নিয়ে স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনার ফলস্বরূপ, কোম্পানি চলতি মাসের শেষ নাগাদ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। তবে, এই প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়িত হবে কিনা, সেদিকে তাকিয়ে আছেন বেতন বঞ্চিত শ্রমিকেরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
