ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকাকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে আরব দেশগুলো এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এক জরুরি সম্মেলনে, আরব রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে গাজা পুনর্গঠনে মিশরের দেওয়া একটি বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে। এই সিদ্ধান্তটি পূর্বের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবকে কার্যত বাতিল করে দিয়েছে।
এই গুরুত্বপূর্ণ সম্মেলনে, আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা মিশরের প্রস্তাবনার উপর বিস্তারিত আলোচনা করেন। দীর্ঘ আলোচনার পর, তারা মিশরের পরিকল্পনাকে গাজা পুনর্গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত এবং কার্যকর বলে মনে করেন। সম্মেলনে উপস্থিত সকল সদস্য রাষ্ট্র মিশরের এই বিকল্প প্রস্তাবের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানান।
সৌদি আরবের মন্ত্রী পরিষদও এই মিশরীয় প্রস্তাবের প্রতি তাদের জোরালো সমর্থন ব্যক্ত করেছে। সৌদি মন্ত্রী পরিষদের এক বিশেষ বৈঠকে, ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সৌদি আরবের এই সমর্থন আরব বিশ্বের মধ্যে মিশরের প্রস্তাবের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
সম্মেলনের শেষ দিনে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাঁর সমাপনী ভাষণে গাজা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ ঘোষণা করেন। তিনি বলেন, মিশরের পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনে আনুমানিক ৫ হাজার ৩০০ কোটি ডলার খরচ হবে। তবে এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, গাজার বাসিন্দাদের তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত করার কোনো প্রয়োজন হবে না। এটি ট্রাম্পের প্রস্তাবের সম্পূর্ণ বিপরীত, যেখানে গাজাবাসীদের মিশর ও জর্ডানে স্থানান্তরের কথা বলা হয়েছিল। ট্রাম্পের সেই প্রস্তাবে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছিল।
হোয়াইট হাউস অবশ্য আরব দেশগুলোর এই নতুন প্রস্তাব নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের মতে, মিশরের প্রস্তাবে গাজার বর্তমান বাস্তবতাকে সঠিকভাবে তুলে ধরা হয়নি। তাই তারা এখনও ট্রাম্পের পূর্বের প্রস্তাবের সঙ্গেই আছেন বলে জানিয়েছে।
অন্যদিকে, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি আরও জানান যে, ফিলিস্তিনের প্রধান সংগঠন হামাসও মিশরের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল ঘাইট এই পরিকল্পনাটিকে এখন “আরব পরিকল্পনা” হিসেবে ঘোষণা করেছেন। ঘণ্টাব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলন শেষে তিনি এই ঘোষণা দেন, যা গাজা পুনর্গঠনের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
