গতকাল বুধবার (০৫ মার্চ) এক হৃদয়বিদারক ঘটনায়, ঢাকাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ভারতের তেলেঙ্গানায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ভোররাতে সংঘটিত এই ঘটনাটি ঘটে যখন বিমানটি তার গন্তব্য ঢাকার দিকে যাচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম তেলেঙ্গানা টুডে সূত্রে জানা যায়, আকাশপথে থাকাকালীন এক নারী যাত্রী হঠাৎ করেই গুরুতর শারীরিক জটিলতার শিকার হন। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায়, বিমান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণের জন্য নিকটস্থ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআই) অনুমতি প্রার্থনা করে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার শামশাবাদে অবস্থিত এই বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণে সক্ষম হয়।
তেলেঙ্গানা টুডে তাদের প্রতিবেদনে আরও জানায়, ফ্লাইটটি ভোর ৩টা ২৫ মিনিটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পরপরই, অসুস্থ যাত্রীকে দ্রুত বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যাত্রীকে বাঁচানোর সকল প্রকার চেষ্টা করা হলেও, বিধিলিপি ছিল ভিন্ন।
এই অপ্রত্যাশিত ঘটনার পর, ফ্লাইটটি অল্প সময়ের জন্য বিমানবন্দরে অবস্থান করে। ভোর ৩টা ৪২ মিনিটে, মাত্র ১৭ মিনিটের ব্যবধানে, ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানবন্দরের কর্মব্যস্ততার মাঝেও, এই মানবিক বিপর্যয় সেখানে এক গভীর শোকের ছায়া ফেলে যায়।
যাত্রীর পরিচয় এবং বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে এই ঘটনাটি আকাশপথে যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব পুনরায় আলোচনায় এনেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
